বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টা সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে যান খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন এবং তাদের ধর্য্য ধারণ করার আহবান জানান।
তিনি বলেন, পবিত্র রমজান মাস। সামনে রয়েছে ঈদ-উল-ফিতর। প্রতিটি মানুষের এ মাসে ব্যয় বাড়ে। এছাড়া এসময়ে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের বেশী বিক্রি হয়। আর এসময়ে আগুনে যে ক্ষতি হয়েছে তা পুরণ করা সম্ভব নয়।তিনি সরকার ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, জামিরুল ইসলাম জামিল, হুমায়ুন কবির বাবলু, শরিফুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম লাল, রফিকুল ইসলাম শুকুর, আলমগীর হোসেন আলম, আলমগীর ব্যাপারী, শামীম খান, এমরান হোসেন, মাহিম আহমেদ রুবেল, সাখাওয়াত হোসেন, মাহমুদ হাসান মুন্না, রাজিবুল আলম, বাপ্পি, রুমী হাসান প্রমুখ।