পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় জিওবি-ইউনিসেফ অ্যাসওয়া-২ প্রকল্পের আয়তায় শিয়ালকাঠি ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। বুধবার সকালে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সম্মুখে উপজেলা ওয়াটসান কমিটি এই ঘোষনা দেন এবং সনদ প্রদান করেন। অনুষ্ঠানে শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা চেয়াম্যান আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এলিজা সাঈদ, ইউনিসেফ ওয়াশ অফিসার ফোরকান আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী, আব্দুর রহমান, এনজিও ফোরাম পর পাবলিক হেলথ্ এর প্রকল্পের টিম লিডার আব্দুস সালাম, সকল ইউপি সদস্য, বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিসেফ ওয়াশ এর অ্যাডভোকেসি এবং যোগাযোগ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।