প্রথম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পিরোজপুরে ৩২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮টি নৌকা, ১১টি স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফলাফল:
পিরোজপুর সদর- কদমতলা ইউনিয়ন: শেখ মোহাম্মদ শিহাব হোসেন।সতন্ত্র(আনারস), কলাখালী ইউনয়ন: হেদায়েতুল ইসলাম কিরন।সতন্ত্র(আনারস) শারিকতলা ইউনিয়ন: আজমীর মাঝি। (নৌকা), টোনা ইউনিয়ন: মোহাম্মদ ইমরান হোসেন। (নৌকা),
স্বরূপকাঠী উপজেলা: ১০টি ইউনিয়ন। স্বরূপকাঠী সদর ইউনিয়ন: – নৌকা – আল-আমিন পারভেজ, বলদিয়া ইউনিয়ন: – নৌকা- সাইদুর রহমান, সোহাগদল ইউনিয়ন:- নৌকা – আব্দুর রশিদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন:- আনারস- মিঠুন হাওলাদার, নিকটতম নৌকা শেখর সিকদার, জলাবাড়ি ইউনিয়ন:- আনারস – তৌহিদুল ইসলাম, নিকটতম নৌকা আশিস বড়াল, দৈহারী ইউনিয়ন:- আনারস- জাহারুল ইসলাম- নিকটতম – নৌকা- প্রগতী মন্ডল, গুয়ারেখা ইউনিয়ন:- চশমা – আব্দুর রব সিকদার- নিকটতম – নৌকা – সুব্রত ঠাকুর, সমদেকাঠী ইউনিয়ন: – নৌকা – হুমায়ুন কবির ব্যাপারী, সুটিয়াকাঠী ইউনিয়ন:- নৌকা – রুহুল আমিন আসীম আকন, নিকটতম – আনারস – খোকন ব্যাপারী, সারেংকাঠী ইউনিয়ন:- নৌকা – নজরুল ইসলাম – নিকটতম – আনারস- সায়েম আহমেদ,
নাজিরপুর উপজেলা- নাজিরপুর সদর ইউনিয়ন: মোশাররফের হোসেন খান নৌকা। মাটিভাঙ্গা ইউনিয়ন: বিদ্রোহী মো. জাহিদুল ইসলাম বিলু।
মালিখালী ইউনিয়ন: স্বতন্ত্র মো. রুহুল আমিন দাড়িয়া বাবলু। শেখমাটিয়া ইউনিয়ন: নৌকা আতিয়ার রহমান নান্নু।
কাউখালী উপজেলা: কাউখালী সদর ইউনিয়ন: মোঃ মোস্তাফিজুর রহমান (চশমা), আমড়াজুড়ি ইউনিয়ন: মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সী (নৌকা)
ইন্দুরকানী উপজেলা: বালিপাড়া ইউনিয়ন: মো. কবির হোসেন বয়াতি (নৌকা)
ভান্ডারিয়া উপজেলা: ধাওয়া ইউনিয়র:- সিদ্দিকুর রহমান টুলু আনোয়ার হোসন মঞ্জু’র জেপি সমর্থিত সাইকেল প্রতীক, নদমুলা মিয়ালকাঠী ইউনিয়ন: মেজবাহ উদ্দিন আরিফ (বাই সাইকেল প্রতীক), গৌরিপুর ইউনিয়ন: মজিবুর রহমান চৌধুরী (সাইকেল প্রতীক),ভিটাবাড়িয়া ইউনিয়ন: এনামুল করিম পান্না (নৌকা প্রতীক),তেলিখালী ইউনিয়নে আ’লীগ সমর্থিত মো. শামসুল হক বিনা প্রতিদদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
মঠবাড়িয়া উপজেলা: এর মধ্যে তুষখালী ইউনিয়ন: মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার (নৌকা প্রতীক), মিরুখালী ইউনিয়ন: আবু হানিফ খান (বিদ্রোহী প্রার্থী), বেতমোড় ইউনিয়ন: দেলোয়ার হোসেন আকন (নৌকা প্রতীক) , আমড়াঝুড়ি ইউনিয়ন: শিারমিন জাহান (নৌকা প্রতীক)
সাপলেজা ইউনিয়ন: মিরাজ মিয়া (নৌকা প্রতীক) .গুলিশাখালী ইউনিয়ন: রিয়াজুল ইসলাম ঝনো (নৌকা প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন।