পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শিল্পকলা একাডেমীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭টি উপজেলার যুবলীগের নির্ধারিত নেতাকর্মীরা অংশ নেন।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের নেতৃবৃন্দের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক গোলাম ফেরদৌস ইব্রাহিম সহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে কাজী মাজহারুল ইসলাম জানান, যুবলীগে সন্ত্রাস, চাঁদাবাদ, মাদকসেবী ও ব্যবসায়ী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধীদের সন্তান কিংবা প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকাদের যুবলীগের কোন পর্যায়েই স্থান দেওয়া হবে না। সারা দেশে যুবলীগের কমিটি হবে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় দলের ত্যাগী ও স্বচ্ছ নেতাদের দিয়ে। বর্ধিত সভা থেকে আগামী ডিসেম্বরে জেলা যুবলীগের সম্মেলন করার ঘোষণা দেন বক্তারা।