সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
পুঁজিবাজারে ফের ইতিবাচক গতি | চ্যানেল খুলনা

পুঁজিবাজারে ফের ইতিবাচক গতি

চ্যানেল খুলনা ডেস্কঃদেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনের হাওয়া ক্রমশ বদল হচ্ছে। টানা ৪ কার্যদিবস উত্থানের পর গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সূচকের গতি পরিবর্তন হয়। গতকাল (বুধবার) ফের বাজারে ইতিবাচক হাওয়া বয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫১ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি হয়। এতে প্রধান সূচক ৩২ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়। এর সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন শুরুর ৩০ মিনিটের মধ্যে বিক্রির চাপে সূচক নেমে যায়। এরপর ধীরে ধীরে সূচক ঊর্ধ্বমুখী হলেও মাঝে মাঝে বিক্রির চাপে নেমে গিয়েছিল। কিন্তু শেষ চিত্র ইতিবাচক ছিল।

ডিএসইর বাজার গতকাল পর্যবেক্ষণ করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪০ দশমিক ২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৮ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫১৯ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে।

এ দিকে ডিএসইর বাজার মূলধন ২ হাজার ৪৪৪ কোটি ৭২ লাখ টাকা বেড়ে ৩ লাখ ৪০ হাজার ১৮০ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ৪৩৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আর আগের কার্যদিবসে ৪০৬ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল। এ হিসাবে ৩১ কোটি ৬২ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন ১৫ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ১০ শেয়ার ১ লাখ ৩১ হাজার ২২৪ বার হাতবদল হয়। লেনদেনকৃত ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮৩টির দর বেড়েছে, ১২৬টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল।

গতকাল টাকার অঙ্কে লাফার্জহোলসিম বাংলাদেশ লেনদেনের শীর্ষে উঠে আসে। কোম্পানিটির আড়াই টাকা দর বেড়ে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। এরপর খুলনা পাওয়ারের দর ১ টাকা বেড়ে ১৫ কোটি ৮৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার দর ৪ টাকা ৩০ পয়সা বেড়ে ১৫ কোটি ৫০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের দর ১ টাকা ৪০ পয়সা ১৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। অন্যদিকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয় এবং দর কমে ৭০ পয়সা। অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাসেম ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ১১ লাখ টাকা, এসকে ট্রিমসের ৯ কোটি ৭৪ লাখ, এসএস স্টিলের ৯ কোটি ৬২ লাখ, এডিএন টেলিকমের ৯ কোটি ৫৮ লাখ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এছাড়া ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড। এরপর ইস্টার্ন কেবলসের ৯ দশমিক ৯৬ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৯৪ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৬৩ শতাংশ, সি পার্ল রিসোর্টের সাড়ে ৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৫ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৯ দশমিক ৩৯ শতাংশ, আইসিবির ৯ দশমিক ১৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৯২ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৮ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে।

অপরদিকে, নর্দার্ণ জুটের দর ৮ দশমিক ৫৮ শতাংশ কমে দরপতনের শীর্ষে উঠে আসে। এছাড়া সিলকো ফার্মার ৬ দশমিক ৩৬ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৬০ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫ দশমিক ৫৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ২৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪ দশমিক ৫৪ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ৪৭ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৩ দশমিক ৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৩ দশমিক ৬৪ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্কের ৩ দশমিক ৬৪ শতাংশ দর কমেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।