ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার ইসরাইলকে পরাজিত করা এখন খুবই সম্ভব এবং পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে এবং সময়ের ব্যাপার মাত্র।
শুক্রবার (৩১ জানুয়ারি) দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, ‘আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধই মূলত হামাসের গৌরবময় আল-আকসা ফ্লাড যুদ্ধের মধ্যদিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে।
খলিল আল-হাইয়া বলেন, এর মধ্যে প্রধান বিষয়টি হলো- দখলদার ইসরাইলকে অপমান করা হয়েছে। আল্লাহর ইচ্ছায় অহংকারী শক্তিকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং ইহুদিবাদী রাষ্ট্র ও সেনাবাহিনী- দুটিকেই অজেয় শক্তি হওয়ার মিথকে ধ্বংস করে দিয়েছে।
হামাসের এই শীর্ষ নেতা বলেন, এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই তো স্বাধীনতাকামী সংগঠনটিআনুষ্ঠানিকভাবে তাদের বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের তালিকা প্রকাশ করেছে। যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্তদিয়ে সিক্ত করে গেছেন।
খলিল আল-হাইয়া বলেন, এই নেতারা তাদের কর্তব্য পালন করেছেন এবং নতুন প্রজন্মের দৃঢ়চেতা নেতাদের কাছে সংগ্রামের পতাকা তুলে দিয়েছেন। যারা আল-কুদস এবং আল-আকসার দিকে যাত্রা অব্যাহত রাখবেন, মহান প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবেন।
হামাস নেতা বলেন, প্রতিরোধের যুদ্ধে রহমতস্বরূপ এই সংগঠনটি সবসময় শাহাদাতের অগ্রভাগে ছিল। একই বাংকারে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তাদের ত্যাগ আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।
হামাসের শহিদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খলিল আল-হাইয়া বলেন, আমরা এই মহান নেতাদের বিদায় জানাই। যাদের সঙ্গে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং কাজ করেছি। সূত্র: মেহের নিউজ