সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
পুলিশের ১৮ কর্মকর্তা বদলি | চ্যানেল খুলনা

পুলিশের ১৮ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ১৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এবং ৩ জন হলেন সহকারী পুলিশ সুপার পদে কর্মরত।

বদলিকৃত এসব কর্মকর্তাদের মধ্যে পাঁচজনের চলতি বছরের নভেম্বরে বদলির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেসব এলাকায় নির্বাচন শেষে এই প্রজ্ঞাপনের নির্দেশ কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দিনাজপুরের ফুলবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি বছরের ১১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ আশিস বিন হাছানকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি বছরের ১১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. তরিকুল ইসলামকে ফরিপুরের অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা মহানগরীর (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবদুল্লাহিল কাফিকে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জের খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত কাজী মাকসুদা লিমাকে ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত ফেরদৌসী রহমানকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত তাসনিম আক্তারকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও অধ্যায়ন শেষে ফেরত খালেদা বেগমকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি বছরের ১১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. রাজীব ফরহানকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিশন ফেরত সুমন রঞ্জন সরকারকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলার মহলছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগরকে টাঙ্গাইল ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার, নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানকে খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে এসপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের নবম এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মফিজ উদ্দিনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার এমএম রকীব উর রাজাকে কক্সবাজার ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তায় প্রধান উপদেষ্টার নিন্দা

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি আসবে না

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।