আন্তর্জাতিক ডেস্কঃপূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আর নিখোঁজ রয়েছেন ১০ জন। খবর ‘এএফপি’। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বুরুন্ডির সিবিতোক প্রদেশে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক টুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের কারণ ভারী বৃষ্টিপাত। ভূমিধস হয়েছে সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে নামক এলাকায়। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ বলেছে, ভূমিধসের কারণে নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন ও জিকোমেরোতে তিনজন প্রাণ হারিয়েছেন। এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে।