একদিকে অজস্র লাশের মিছিল !
অন্যদিকে মুখোশের আড়ালের মানুষ আর মানুষ ?
পৃথিবী আজ দু:স্বপ্নের গ্রহ।
পৃথিবীর বাতাসে আজ
বিশ্রী গন্ধ, দুর্বিষহ যন্ত্রণা
আর কান্নার নিঃশব্দ ব্যঞ্জনা!——-
হটাত হোয়াংহো’র দমকা
কষ্টের দাবানল ,কান্নার লাভা —
একে একে স্প্রী, আরাকাউয়া, মাঞ্জানারেশ,
দানিয়ুব,টেমস,হাডসন,টাইগ্রিস,নীলনদ
অবশেষে , নোঙ্গর করেছে পদ্মা ,মেঘনা ,
যমুনার বিস্তীর্ন দু’পাড় ।
ফ্রাংকেষ্টাইনের দানব
ধীরে ধীরে গ্রাস করে ফেলছে ,–
পৃথিবী নামক মানচিত্র !
একবিংশ আলোকবর্তিকা আজ ক্ষত বিক্ষত,
নিভু নিভু !
তীলে তীলে গড়া সভ্যতার অবয়বে
আজ প্রস্তর যুগের তিলক!
আস্তিক,নাস্তিক সবাই আজ এক কাতারে !
মক্কা,মদিনা,বেথলেহেম, ভ্যাটিকান, ঋষীকেশ,
বৃন্দাবন,গয়া,কাশির পথ রুদ্ধ!
তাবৎ ভজনালয়, বন্দনাগার, ভক্তালয়
আজ ভক্ত শূন্য।
ভক্ত, অভক্ত কেউ জানে না ,
এর শেষ কোথায় !
তবুও নিরুদ্বেগ নিয়তি !
অথচ,পৃথিবী নামক গ্রহ আজ ,——–
নিঃশেষ,শুনশান,
শুধুই এক বিরানভূমি!
-কবি ও সাহ্যিত্যিক