বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এলিটা কিংসলের নাগরিকত্ব নিয়ে। বাংলাদেশি হিসেবে তার জাতীয় দলে কেমন করতে পারেন এ নিয়ে চলছে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা। কোচ জেমি ডে এলিটাকে নিয়ে মন্তব্য করলেও জামাল ভূঁইয়ার প্রতিক্রিয়া পাওয়া গেল আজ (শনিবার)।
সাইফের হয়ে অনুশীলন শেষে তিনি এলিটার নাগরিকত্ব নিয়ে বাংলাদেশি হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন, ‘এলিটার একটা সুবিধা আছে। ওর শক্তি ও শারিরীক সক্ষমতা বাংলাদেশিদের চেয়ে বেশি।’
শারীরিক সামর্থ্য একটু বেশি থাকলেও এলিটাকে সতীর্থ করার আগে একটু হুশিয়ারি বার্তা দিয়ে দিলেন অধিনায়ক, ‘জাতীয় দলে আসতে হলে তার ফিটনেস লেভেল বাড়াতে হবে ও লিগে পারফরম করতে হবে। লিগে পারফর্ম না করতে পারলে তো আর দলে আসা সম্ভব না।’
সবকিছু ঠিক থাকলে দুই দিন পরেই দেশের হয়ে খেলার জন্য উড়াল দেবেন জামাল। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট সম্পর্কে তার মতামত, ‘নতুন কয়েকজন ফুটবলার রয়েছেন। লিগে যারা ভালো করেছেন, কোচ তাদেরই নিয়েছেন। লিগের মধ্যে থাকায় ফুটবলারদের ফিটনেস ভালোই রয়েছে। সব মিলিয়ে আমাদের দলের অবস্থান শক্তিশালীই।’
অন্য দুই দল সম্পর্কে অধিনায়কের পর্যবেক্ষণ, ‘কিরগিজস্তান অ-২৩ কেমন দল জানি না। নেপালের সাথে আমরা কয়েক মাস আগে খেলেছি। এখন লিগ চলে কিনা জানি না। আমরা খেলার মধ্যেই ছিলাম।’ নভেম্বরে নেপালের বিরুদ্ধে দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচ সিরিজ জয় মানসিকভাবে এগিয়ে রাখবে বাংলাদেশের ফুটবলারদের, ‘আমরা কয়েক মাস আগেই নেপালের বিরুদ্ধে ট্রফি জিতেছি। ফলে আমরা কিছুটা এগিয়ে থাকব মানসিকভাবে।’
২২ মার্চ নেপালে পৌঁছানোর কথা জামালের। ২৩ মার্চ কিরগিজস্তানের বিরুদ্ধে ম্যাচ। প্রথম ম্যাচে তাকে একাদশে না দেখার সম্ভাবনাই বেশি। ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ।