১৩ জুলাই ২০২০ ইং তারিখে অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল খুলনা’য় “খুলনা-যশোর মহাসড়কের কাজ শেষ হতে না হতে এ বেহাল দশা” শিরোনামের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাহাবুব ব্রাদার্স প্রাঃ লিঃ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান জোয়ার্দ্দার। তার স্বাক্ষর করা প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, রিপোর্টটিতে যশোর-খুলনা মহাসড়কের একটি ছবি এবং নির্মানকারী প্রতিষ্ঠান হিসাবে মেসার্স মাহাবুব ব্রাদাসের নাম উল্লেখ করা হয়েছে। সংবাদে যে ছবি ব্যবহার করা হয়েছে তা মাহাবুব ব্রার্দাসের নির্মিত রাস্তার অংশ নয়। তিনি উল্লেখ করেন যশোর-খুলনা মহাসড়ক (যশোর অংশ) নির্মানকাজে দুটি কোম্পানী জড়িত, মাহাবুব ব্রাদার্স প্রাঃ লিঃ এবং তমা কনন্সট্রাকশন্স লিঃ। প্রথম ১৯কিঃমিঃ (যশোর পালবাড়ী থেকে ঘুনী রাস্তার মাথা পর্যন্ত /প্যাকেজ-১) নির্মানের দায়িত্বে মাহাবুব ব্রাদার্স প্রাঃ লিঃ এবং পরবর্তী ১৯কিঃমিঃ (ঘুনী রাস্তার মাথা থেকেরাজঘাট পর্যন্ত/ প্যাকেজ-২ ) নির্মানের দায়িত্বে তমা কনন্সট্রাকশন্স লিঃ। বর্ণিত মহাসড়কটি নির্মান কাজের শুরু থেকেই মাহাবুব ব্রাদার্স অত্যন্ত সতর্কতার সাথে গুরুত্ব দিয়ে প্রতিটি স্তরের নির্মান কাজ সম্পন্ন করেছে এবং অদ্যবদি নির্মিত মহাসড়কে কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হয় নাই। অসৎ ও হীন উদ্দেশ্য চরিতার্থ করার স্বার্থে এই জাতীয় মিথ্যা সংবাদ পরিবেশনপূর্বক কোম্পানীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে। যশোর-খুলনা মহাসড়ক নির্মানে মাহাবুব ব্রাদার্স প্রাঃ লিঃ কে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
নিউজ ডেস্ক থেকে বক্তব্যঃ অত্যান্ত দূঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের শিক্ষানবীশ প্রতিনিধি রিপোর্টটি করায় কিছুটা তথ্য বিভ্রাট হয়েছে বলে তিনি জানান। যশোর খুলনা মহাসড়ক সংলগ্ন এলাকাবাসির বক্তব্য অনুযায়ী তিনি রিপোর্টটি করেছেন বিধায় এমন ত্রুটি হয়েছে। তার উচিত ছিলো সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সাথে কথা বলে প্রতিবেদনটি প্রস্তুত করা। তিনি দূঃখ প্রকাশ করেছেন এমন ভুলের জন্য। পাশাপাশি একজন সিনিয়র প্রতিবেদককে উপরোক্ত বিষয়ে সঠিক তথ্য অনুসন্ধান করে স্বচিত্র প্রতিবেদন প্রস্তুত করে চ্যানেল খুলনায় প্রকাশ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এমন তথ্য বিভ্রাট হওয়ায় চ্যানেল খুলনা কর্তৃপক্ষ দূঃখ প্রকাশ করছে। এবং আপনাদের প্রত্যেক ভাল কাজের পাশেই চ্যানেল খুলনা আছে এবং থাকবে।