সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনতে হবে : তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনতে হবে : তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয় আয়োজিত ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম অংশীজনদের অবহিতকরণসংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে রোববার বিকেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সিটি মেয়র বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এক কোটি ২০ লাখ। এই বৃহৎ জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সামগ্রিক উন্নয়ন কখনও সম্ভব নয়। এ বাস্তবতাকে উপলব্ধি করে শেখ হাসিনার সরকারই প্রথম তাদের জীবনমান উন্নয়নে নানাব্ধুখি পদক্ষেপ গ্রহণ করে। প্রতিবন্ধীদের ভাতা প্রদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ফলে এক সময় সমাজে যাদের অবজ্ঞা-অবহেলার চোখে দেখা হতো, বর্তমানে তারা স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারছে। তিনি সকল প্রতিবন্ধীর প্রতি মানবিক আচরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সেমিনারে জানানো হয়, এ প্রকল্পের আওতায় বিসিসি প্রধান কার্যালয়সহ সাতটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সাতশ জন প্রতিবন্ধী ব্যক্তিকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং তাদের নিয়ে চাকরি মেলা আয়োজনের মাধ্যমে তিনশ ৮৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া শিগগিরই ৭টি আঞ্চলিক কার্যালয়ে ৭টি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে দুই হাজার আটশ জন প্রতিবন্ধীকে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিসিসির সদস্য (অতিরিক্ত সচিব) মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন খুলনার জেলাপ্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসির খুলনা আঞ্চলিক পরিচালক শেখ মোঃ মফিজুর রহমান।তথ্যবিবরণী

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।