খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর সার্বিক ব্যবস্থাপনায় তেরখাদা উপজেলায় যাত্রা শুরু করেছে মানবসেবায় অতন্ত্র প্রহরী এমপি পতœী সারমিন সালামের নামে নামকরণকৃত সারমিন সালাম অক্সিজেন ব্যাংক।
বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে সারমিন সালাম অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, অন্যান্য উপজেলার ন্যায় তেরখাদায়ও প্রাথমিক ভাবে ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সারমিন সালাম অক্সিজেন ব্যাংক এর অফিস উদ্বোধন ও সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা রোগীদের চাহিদা পূরণে ব্যাংকটির ফোন নম্বরে কল দেওয়া মাত্রই তা বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে রোগীর বাড়ি ও হাসপাতালে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রোগীদের অক্সিজেন পৌঁছে দেবে এই ব্যাংকটি।
উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, তেরখাদা থানার এস আই মোঃ শফিকুল ইসলাম, আ’লীগ নেতা মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, আব্বাস মোল্যা, আরিফুজ্জামান অরুন, বাছিতুল হাবিব প্রিন্স, কাজী আক্তার হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিাডার যুবলীগ নেতা সামছুল আলম বাবু, যুবলীগ নেতা এস এম ওবায়দুল্লাহ বাবু, শেখ শামীম হাসান, এমপির প্রতিনিধিদ্বয় মোল্যা নিজাম উদ্দীন, মোঃ বাদশা মল্লিক, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, শেখ শারাফাত হোসেন, মোঃ আরিফ হোসেন, শেখ আনিছুল হক, মোঃ জাহিদুল মৃধা, মোঃ বাদশা মীর, মোঃ আকিজ উদ্দিন, খান ফরাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, মোঃ আশিকুজ্জামান শোভন। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অক্সিজেন ব্যাংক করার সহায়তা করায় এমপি আব্দুস সালাম মূর্শেদী ও তার সহধর্মীনি বিশিষ্ট সমাজসেবী সারমিন সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
সারমিন সালাম অক্সিজেন ব্যাংকের যোগাযোগের নম্বর ০১৭১৮-২৬৫৬৯৩, ০১৯১১-৮৫০৭৭৩, ০১৯১১-১৯৭৯৬৭, ০১৯৩৮-১৩০৭৯৫।-খবর বিজ্ঞপ্তি