সিরিজ শুরু আগে বাংলাদেশই ছিল ফেবারিট। তাই জয় ছাড়া ভিন্ন কিছু হলে উল্টোই হতো। তবে সেরকমটা হতে দেয়নি টাইগাররা। পরিষ্কার এগিয়ে থেকেই প্রথমবার নিউজল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পেলো রিয়াদরা।
৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের মতো এবারও ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। সাত রানেই সাজঘরে যান লিটন-নাঈম।
সেখান থেকে দলকে টেনে নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসান ও অনেকদিন পর দলে ফেরা মুশফিকুর রহিম। লো স্কোলিং ম্যাচে দুজনে গড়েন ৩০ রানের জুটি। সাকিব ফেরেন ৩৩ বলে ২৫ রান করে।
এরপর দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের অবিচ্ছন্ন ২৫ রানের জুটিতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে তাদের সর্বনিম্ন রানে অলআউট করে টাইগাররা। যদিও ৬০ রানে শ্রীলংকার বিপক্ষে আরও একবার অলআউট হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।
শুরু থেকেই উইকেট নিয়ে সফরকারীদের চাপে ফেলেন সাকিব-নাসুম-মেহেদিরা। লম্বা কোন জুটিই গড়তে পারেনি কিউইরা। প্রথম ১০ রানে চার উইকেট নিয়ে প্রাথমিক কাজ সেরে রাখেন স্পিনাররা।
আর শেষ দিকে বাকি কাজ সারেন সাইফুদ্দিন-মোস্তাফিজুর। দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ফিজ। আর দুটি করে উইকেট নেন সাকিব, সাইফুদ্দিন ও নাসুম। কিউইদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে করেন হ্যানরি নিকোলস ও টম লাথাম।