চ্যানেল খুলনা ডেস্কঃনতুন বছরের প্রথম মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের ১৩তম আসর। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও। এছাড়া যুব বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি দুই আম্পায়ারও। প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে সুযোগ পাচ্ছে বাংলাদেশি আম্পায়াররা।
যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ডাক পেয়েছেন বিসিবির প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। মঙ্গলবার (৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন এ দুই আম্পায়ার।
সৈকত ও মুকুল এ দুই আম্পায়ারেরই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তারা দীর্ঘদিন ধরে ম্যাচ সামলানোর দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে ৪৩ বছর বয়সী সৈকতের। এছাড়া ৪৪ বছর বয়সী মুকুল প্রথম শ্রেণির ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন ২০০০ সাল থেকে।
যুব বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’ তে। একই গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান ও স্কটল্যান্ড। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের যুবারা। ২১ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আকবর আলিরা গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচই খেলবে পচেফস্ট্রুমেই। আর প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২টা ৩০ মিনিটে।