প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নামে মাগুরা জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বাদী হয়ে মাগুরা সদর কোর্টের সহকারী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট(ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর এর আদালতে এ মামলাটি দায়ের করেন।
এসময় বাদীপক্ষের আইনজীবী হিসেবে মামলাটি দায়ের করেন এড, শাখারুল ইসলাম শাকিল ।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা যুবলীগের এই নেতা।