আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’ চিঠিতে তিনি আরও লেখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’ বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এর আগে, গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬০টি কার্টনের রংপুরের হাড়িভাঙ্গা আমের চালানটি পাঠানো হয়। এ সময় বেনাপোল নো ম্যানসল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল উপহারের ২৬০ কার্টন আম গ্রহণ করেন।
এছাড়াও ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।