প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পিরোজপুরের কাউখালীতে আরও ১০০ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে। ২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেন। এর পর কাউখালীতে ১০০ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘরের চাবি হস্থান্তর করা হয়।
এ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কাউখালী উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, আরো ১২৫ টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়নে ঘর পেয়ে উপকরোগী শাহাদত হোসেন ও জেসমিন বেগম জানান, আগে আমাদের ঠিকানা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে আমাদের স্থায়ী ঠিকানা হলো।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ”আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলাকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।