সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয় | চ্যানেল খুলনা

১৭নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনে সিটি মেয়র

প্রধানমন্ত্রী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়

চ্যানেল খুলনা ডেস্কঃনগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। কিন্তু জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। এসব সাফল্যের কারণে তিনিই একমাত্র চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি বলেন, এর আগে কেউ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেননি।’
গতকাল রবিবার বিকেলে নগরীর ঝিনুক হল চত্বরে আয়োজিত ১৭নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, ‘দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিগত এগারো বছরে দেশের উন্নয়ন দেখে বিএনপি’র রাজপথে নামার সাহস নেই। রাজপথে নামতে ওরা ভয় পায়। তিনি বলেন, যারা সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদককের সাথে জড়িত রয়েছে তাদের কোনোভাবে স্থান দেওয়া যাবেনা। কারণ তাদের দিয়ে দলের কোনো উপকার হবে না। যারা পরীক্ষিত কর্মী তাদের নেতৃত্বে আনতে হবে।
বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, নগর আ’লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যাপক আলমগীর কবীর, নির্বাহী সদস্য শেখ মোশাররফ হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। বিশেষ বক্তা ছিলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সহ-সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু।
১৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ নূর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর পরিচালনায় বক্তৃতা করেন আ’লীগ নেতা এড, সরদার রজব আলী, এমডিএ বাবুল রানা, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মোঃ শামীম, নগর যুবলীগ আহŸায়ক শফিকুর রহমান পলাশ, ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ফেরদৌস আলম চাঁন ফরাজী, মফিদুল ইসলাম টুটুল, শ্যামল সিংহ রায়, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, আ’লীগ নেতা শেখ আবিদ উল­াহ কবির, ফয়েজুল ইসলাম টিটো, হাসান ইফতেখার চালু, আ’লীগ নেতা এস এম হাফিজুর রহমান, মলি­ক আবিদ হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।