মাগুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নানা ভাবে মায়ের জাতিকে সন্মানিত করেছেন। সন্তানের পরিচয়ের ক্ষেত্রে মায়ের নাম অন্তর্ভুক্ত করাসহ মহিলাদের জন্য গর্ববতী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা এবং সন্তানের স্কুলের উপবৃত্তির ব্যবস্থা করে সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্টিত করা হয়েছে।
মাগুরায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।
মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় আছাদুজ্জামান মিলনায়তনে এ মহিলা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি ব্রান্ডিং উন্নয়ন প্রকল্প বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসাবে প্রায় পাচঁ শতাধিক মহিলা এ সমাবেশে অংশ নেয়।
জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে সমাবেশে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম মূল আলোচনা করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ খান। এ ছাড়া জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম বক্তব্য রাখেন।