চ্যানেল খুলনা ডেস্কঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, করোনা মহামারীর মধ্যে রিজেন্ট হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে প্রতারণার ঘটনার ব্যাখ্যা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নিদের্শেও দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে শাহেদকে গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে করোনার ভুয়া প্রতিবেদন দেওয়া প্রমানিত হলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালাচ্ছে। শিগগিরই হয়তো সে ধরা পড়বে। আমি মনে করি, তার উচিত সারেন্ডার করা।
উত্তরার রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের শাহেদের ফোন করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফোন করে বলে আমার হাসপাতাল তো সিল করছে। জবাবে বলেছিলাম, কেন সিল করছে? নিশ্চয়ই আপনি অন্যায় কিছু করেছেন। শাহেদ বলে, আমাকে অ্যারেস্ট করলে? আমি তখন বলেছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। করতেও পারবো না। এরপর শাহেদ আর যোগাযোগ করেনি। শুনেছি এরপরই সে পলাতক হয়েছে। তবে পালিয়ে আর কয়দিন। ধরা তাকে পড়তেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শাহেদের তোলা ছবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে আসাদুজ্জামান খাঁন বলেন, কোনো অনুষ্ঠানে কেউ যদি ছবি তুলতে আসলে তাকে কি মানা করা যায়। আমার সঙ্গে হয়তো কোনো প্রোগ্রামে ছবি তুলেছে। আমি তো তাকে ভালোমানুষ বলেই জানতাম। তার হাসপাতালে চিকিৎসার জন্য রোগীও পাঠিয়েছি।
চিকিৎসার নামে প্রতারণা, সরকারের সাথে চুক্তি ভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া রিজেন্ট হাসপাতালের মালিক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তারে র্যাবের একাধিক টিম ঢাকা ও ঢাকার বাইরে কাজ করছে বলে জানা স্বরাষ্ট্রমন্ত্রী।