করোনা ভাইরাসে খুলনা বিভাগসহ সারা দেশে কঠোর লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সারা দেশে সাত কোটি ৭০ লাখ টাকা এবং ২২ হাজার ৮৩০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
সোমবার বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলায় খেয়াঘাটের ১৫০ জন কর্মহীন মাঝিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়। দিঘলিয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে স্বপ্নের সোনার বাংলায় কেউ অভূক্ত থাকবে না। ইতিপূর্বে কোন সরকার দেশের যে কোনো মহামারীতে অথবা দুর্যোগকালীন সময়ে এতো বেশি ত্রাণের ব্যবস্থা করেনি। যা আওয়ামী লীগ সকারের আমলে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, দিঘলিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, মোঃ ইয়াদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদ, দিঘলিয়া সালাম মূর্শেদী সেবা সংঘের সভাপতি শেখ রিয়াজ হোসেন, দিঘলিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেখ সাহাবউদ্দিন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পরাগ পারভেজ রুবেল, সেখ আক্তার হোসেন, শেখ মোস্তফা, তাইজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, তবিবুর রহমান, রেজওয়ান রাজিব প্রমূখ।
এ সময় ১৪৮ জন কর্মহীন মাঝিদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজ ও আলু বিতরণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি