গনতন্ত্র ও জনগনের ভোটের অধিকার রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মনে রাখতে হবে যারা আজ বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করছে, তারাই ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার রুদ্ধ করতে চেয়েছিল। আজ যারা গনতন্ত্রের বুলি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করছে, এরাই হ্যা না ভোটের প্রবর্তন করে দেশে জনগনের ভোটাধিকার হরন করেছিল। আজ যারা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা করে স্বপ্ন দেখছে এরাই ক দিন আগে গুজব ছরিয়ে করোনার বিধিনিষেধ মানতে ও টিকা নিতে মানুষকে নিষেধ করেছিলো। এরাই এই বাংলায় জঙ্গীবাদের প্রবর্তক, এরাই সম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের প্রবর্তক। এর জনগনের কথা বলে নিজেদের আখের গোছাতে ব্যাস্ত। দেশ,দেশের জনগন কারোর জন্যই এরা কাজ করে না। তাই ২০০৯ সালের ন্যায় বিএনপি, জামায়াত, ও তাদের মদদপুষ্ট জন বিচ্ছিন্ন জোটকে আবারও পরাজিত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব আলোচনায় এ কথা বলেন বক্তারা। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, নগর যুবলীগের নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী,আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল- আমিন উকিল, আবুল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, কাজী ইব্রাহিম মার্সাল,জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মাসুদ পারভেজ, অভিজিৎ পাল, ইস্রাফিল জনি, মোঃসেকেন্দর, রফিকুল ইসলাম রফিক, নগর স্বেচ্ছাসেবক লীগে নেতা মাসুম বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন মিলন, রাশেদুজ্জামান রিপন, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, সরদার জাকির হোসেন হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইকবাল কবির লিটন, এজাজ আহম্মেদ, ইমরুল ইসলাম রিপন, সোহাগ দেওয়ান, জামাল শেখ, বাদল সিপাহী, চৌধুরী রিয়াজ মাহমুদ, লাবু আহমেদ, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জাহিদ, মহিদুল ইসলাম শান্ত, নুরে হেলাল,ইউসুফ মোল্লা, কামাল মোন্ডল,মোল্লা রিপন, ফাত্তাউল ইসলাম ফাইট,বাবুল মুন্স,শাহাবুদ্দিন সাবু,কামরুল ইসলাম,মোঃ লিটন, মোঃ মাসুম মোঃ রকিবুল ইসলাম, ইকবাল হোসেন, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহমুদূর রহমান শাওন, ইয়াসিন আরাফাত, ইমতিয়াজ রিপন, রায়হান, সোহান হোসেন শাওন, হিরণ হাওলাদার, বায়েজিদ সিনা, যুবলীগ নেতা আজগর বিশ্বাস চয়ন বালা, বিপ্লব ধর তত্বি , সাদ আহমেদ খান সাগর, সোহেল শিকদার, সাগর মজুমদার প্রমুখ।