খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিসহ ঐক্যজোটকে শক্ত হাতে দমন করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব, শিক্ষাবান্ধব ও ক্রীড়াবান্ধবসহ জনগণের সেবার জন্য সকল কাজে দক্ষতার সাথে করে থাকেন। যার কারণেই পৃথিবী উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছেন।
শনিবার সকাল ১০টায় তেরখাদা উপজেলা সদরে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতাধীন তেরখাদা ব্রীজের সড়ক ও জনপদ চলমান কাজ পরিদর্শন ও বিকল্প সড়কের উদ্বোধন, তেরখাদা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন, দুপুর ১২টায় রূপসা উপজেলার শিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন, দুপুর সাড়ে ১২টায় রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ক্যাম্প হতে শশ্মান মন্দির অভিমুখে যাতায়াতের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন, তেরখাদা মশুন্দিয়া নদীভাঙ্গন পরিদর্শন, দুপুর ১টায় রূপসা উপজেলার চাঁদপুর কলেজের নতুন চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বিকাল ৫টায় রূপসা উপজেলার কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, তেরখাদা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পরিদর্শন, তেরখাদা সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ উদ্বোধন ও বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট এবং সন্ধ্যায় রূপসা উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ ধরা জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, ফ, ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, এমদাদুল ইসলাম, এস এম হাবীব, মোতালেব হোসেন, আক্তার ফারুক, জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সরদার ফেরদৌস, রাজীব দাস, মোঃ আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, এসএম রিয়াজ,হুমায়ূন কবীর,রূপম দাস, আল মামুন এলিচ,সোহেল রানা, আলী ওমর,রাসেল প্রমূখ।