মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই ভাতাভোগীরা শতভাগের আওতায় আসবে।
শুক্রবার দুপুরে ইউনিয়নের পলিট্রিক্স এলাকায় আব্দুল লতিফ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা মো. রায়হান কবীর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি এ্যাড. মিলন আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। সরকারের সামাজিক বেষ্টনি উন্নয়ন প্রকল্পের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালিন ভাতাসহ সকল সুবিধাভোগীদের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শতভাগ ভাতার আওতায় আনা হবে।
উল্লেখ্য, এ উপজেলার ২৮ হাজার ৯০ জন সুবিধাভোগী ভাতা পেয়ে আসছেন। নতুনভাবে ৫ হাজার ৬শ’ ৯৮ জন তালিকার আওতাভূক্ত হয়ে বই পেয়েছেন। ইতোমধ্যে নিশানবাড়িয়া ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগী ভাতা পাচ্ছেন। নতুনভাবে ৩৩১ জন সুবিধাভোগী বই পেয়েছেন।