সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি একটি আলোচনায় অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর ব্যাপারে। এর পরপরই, ড. ইউনূস তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন, যেখানে তিনি জানান যে ইলন মাস্কের সঙ্গে তাদের আলোচনা সফল হয়েছে এবং তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
পোস্টে ড. ইউনূস লেখেন, “মি. ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি, তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।”
পোস্টটির কিছুক্ষণ পরেই, ইলন মাস্কের মন্তব্য আসে। তিনি লিখেন, “আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।”
এই পোস্ট ও ইলন মাস্কের মন্তব্যের স্ক্রিনশট শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।
এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ স্টারলিংক সেবা চালু হলে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে, যা দেশের ডিজিটাল অবকাঠামো এবং প্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করবে।