সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন ছাড়া পেশাগত উন্নয়ন সম্ভব না : উপাচার্য | চ্যানেল খুলনা

প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন ছাড়া পেশাগত উন্নয়ন সম্ভব না : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, আগামীতে বিশ্বে প্রযুক্তিগত একটা বড় পরিবর্তন আসছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারলে উন্নত বিশ্ব থেকে আমরা পিছিয়ে পড়বো। চাকরির পাশাপাশি পেশাগত বিভিন্ন দিকে নিজের যোগ্যতা প্রকাশে প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন না করতে পারলে পেশাগত উন্নয়ন সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ‘ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং’ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তির সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা ব্যবহার করে নতুন নতুন উদ্ভাবন করছে। এটি আমাদের জন্য গর্বের। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন ছাড়াও সফট স্কিলসহ এক্সট্রা কারিকুলা অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আগামীতে দেশ ও জাতির প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে হবে।

উপাচার্য বলেন, তরুণদের প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন, এটা শিক্ষার্থীদের জন্য বড় একটা সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। উপাচার্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আইসিটি ডিভিশনের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, বিশ্ব প্রতিনিয়ত নতুন নতুন পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তনের কারণে আমাদের জীবনযাত্রা অনেক সহজ ও উন্নত হচ্ছে। আগামীতে দেখা যেতে পারে, কাজের জন্য বাইরে যেতে হবে না; বাসায় বসেই সব কাজ সম্পন্ন করা যাবে। যে সকল শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হয়েছেন, তাদের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে তারা পেশাগত জীবনেও সফল হবেন বলে আশা করি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন সিএসই ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. এস এম রফিজুল হক। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাসুম বিল্লাহ। এ সময় ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে এ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হুদার মৃত্যুতে খুলনা অঞ্চল জামায়াতের শোক

খুবি উপকেন্দ্রে রাবি’র ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে খোদাভীরু নেতৃত্ব তৈরীর বিকল্প নেই: মাহফুজুর রহমান

গাজায় মুসলমানদের উপর গণহত্যা ও নিপীড়িনের প্রতিবাদে রংধনু স্পোর্টিং ক্লাবের মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।