করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সারা দেশে চলমান রয়েছে। টিকা প্রদান কার্যক্রমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণিকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে খুলনা বিভাগীয় শ্রম ও আওতাধীন দপ্তরসমূহ বিনামূল্যে অনলাইন নিবন্ধন কার্যক্রমের সিন্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগীয় শ্রম পরিচালক খুলনার অধিনস্ত দপ্তরসমূহে এবং শিল্প সম্পর্ক শিক্ষায়তন খুলনা অফিস চলাকালীন সময়ে আগ্রহী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যগণ এনআইডি এবং মোবাইল ফোনসহ খুলনা ও বরিশাল বিভাগের আটটি দপ্তরে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
খুলনা এবং বরিশাল বিভাগের দপ্তরগুলো: বিভাগীয় শ্রম দপ্তর বয়রা, খুলনা; শিল্প সম্পর্ক শিক্ষায়তন মীরেরডাঙ্গা, খুলনা; আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল; আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়া; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র খালিশপুর, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র রূপসা, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র মোংলা, বাগেরহাট এবং শ্রম কল্যাণ কেন্দ্র, আমানতগঞ্জ, বরিশাল।