আপনি প্রিয় ফুটবল দলের জার্সি গায়ে ঘুরে বেড়ান, প্রিয় অভিনেতা/নেতার মতো পোশাক বা স্টাইল দেয়ার চেষ্টা করেন-কারণ তাকে ভালোবেসে আপনি কিছুটা তার মতো হবার চেষ্টা করছেন। এখন আপনি তাকে ভালোবাসেন কিন্তু তিনি উত্তরে যেতে বললে আপনি দক্ষিণে যান। থামতে বললে দৌড়ানো শুরু করেন-এটা ভালোবাসা না বেয়াদবি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসার প্রকাশ ভঙ্গি তো তাকে অনুসরণের মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পর আইন নিজের হাতে তুলে নেয়া, রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা বিচার ছাড়া কাউকে হত্যার অনুমতি রাসূল সা. কাউকে দিয়েছেন? খেলাফতে রাশেদার যুগে বিচার ছাড়া বা আমীরের নির্দেশ ছাড়া হত্যার ঘটনা ঘটেছে? তাহলে নবী সা. ভালোবাসার নামে আপনারা যারা অতি উৎসাহী হচ্ছেন, তারা ভালোবাসা দেখাচ্ছেন না বেয়াদবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রকাশ ঘটাতে চাইলে, আগে নিজেকে পরিবর্তন করুন। তার আদেশ নির্দেশ মেনে চলুন। মানুষকে ভালোবাসুন, প্রতিশোধস্পৃহা দমন, রাগ নিয়ন্ত্রণ, সুযোগের অসৎ ব্যবহার বন্ধ এবং সমাজে শান্তি ফিরিয়ে আনুন। সবার আগে নিজেকে পরিবর্তন করুন। শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশে একটা পরিবর্তন এসেছে। আপনাদের অতি উৎসাহী ভূমিকায় সেটা নষ্ট হলে সবাইকে ভুগতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমীন।
লেখকঃ হাসান হিমালয়, স্টাফ রিপোর্টার,খুলনা ব্যুরো, দৈনিক সমকাল।