যশোর প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে কাচা বাজার সন্ধ্যা ৭টা পর্যন্ত ও মুদি দোকান খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। ওষুধের দোকান যে নিয়মে চলছে সেই নিয়মেই চলবে। বুধবার যশোর পৌরসভার কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোরে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, লে.কর্নেল নেয়ামুল হালিম খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদদ্দৌলা,সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিটি ক্যাবলের চেয়ারম্যান মীর মোশারেফ হোসেন বাবু, শাড়ি কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি তন্ময় সাহা, হালচালি মার্কেটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চুড়িপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লফিকুল ইসলাম, সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি এক আজাদ প্রমুখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ১৫দিন আমাদের দেশের মানুষের জন্য করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে। তাই এই দিন গুলি আমাদের সাবধানে ও নিরাপদে চলাচল করতে হবে। কোন প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না আসার জন্য আহবান জানিয়েছেন।