ফকিরহাটে শেখ ফেরদাউস আলমের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল নয়টায় উপজেলার কাঁঠালতলা মোড় এলাকায় এ কর্মসূচি উদ্বোধিত হয়। ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ মঈন উদ্দীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম, উপজেলা বন কর্মকর্তা শেখ পিয়ার মোহাম্মাদ।
কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে।গাছ অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের সবারই উচিত গাছ লাগানো ও তার পরিচর্যার সাথে গাছ বাঁচিয়ে রাখা।
বৃক্ষ রোপণ কর্মসূচির এ অনুষ্ঠানে কর্মসূচি সমন্বয়কারী শেখ কামরুজ্জামান কামরুল, সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো: দাউদ ফকির, অর্থ বিষয়ক সম্পাদক শেখ আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মসূচি বাস্তবায়নাধীন এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে এ কর্মসূচির আওতায় কাঠালতলা গোডাউন মোড় হতে কাঠালতলা ও ব্রাহ্মণরাকদিয়া গ্রাম অভিমূখী রাস্তার দুপাশে একহাজার ফলজ ও বনজ গাছের চারা রোপিত হচ্ছে।