জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় স্থানীয় মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
ওয়ার্ড সদস্য শেখ আজগর আলীর সভাপতিত্বে ও ইউপি সচিব মো: দাউদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও শেখ রফিকুল ইসলাম, উন্নয়ন সহযোগী ৫নং ওয়ার্ড নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ। উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস, সভার উপদেষ্টা ও নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) জেসমিন বেগম সহ নারী পুরুষ নির্বিশেষে ৫নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন।
উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ওয়ার্ডের বিভিন্ন জন তাদের বিভিন্ন চাহিদা তথা সুযোগ সুবিধা প্রাপ্তির আশায় তাদের বক্তব্য তুলে ধরেন।