ফকিরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদরে সাধারন সম্পাদক ও সরকারি
ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক
মনোতোষ রায় কেষ্ট মাতা গায়ত্রী রায়ের স্মরণে শোক সভা ও তাঁর আত্মার
শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায়
আট্টাকী সার্বজনীন শীতলা মন্দিরে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব
করেন উক্ত মন্দির কমিটির সভাপতি ডা: অরবিন্দু পাল মনি। মন্দির কমিটির
সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র পালের পরিচালনায় এসময় সহকারি
অধ্যাপক মুরারী মোহন পাল, দেবু চক্রবর্তী, অপূর্ব কান্তি ঘোষ, আশিষ
ঘোষ, উজ্জল ঘোষ, প্রশান্ত মোদক, অমর কুমার ঘোষ, বিধান সাহা,
অজিত পাল, জয়, অতনু ঘোষ, অন্তর সাহা, সহ কমিটির অন্যান্য সদস্যগন
উপস্থিত ছিলেন। শেষে গায়ত্রী রায়ের আত্মার শান্তি কামনা করে
প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।