বাগেরহাট জেলার ফকিরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মী ও অসচ্ছলদের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুলঘর মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অসচ্ছলদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারের ঈদবস্ত্র তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু।
ঈদবস্ত্র বিতরণকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট উপজেলা শাখার সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, আ: সালাম ফরাজী, আবজাল হোসেন, এ্যাড. মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈনুদ্দিন মেরু সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার আট ইউনিয়নের তিন শতাধিক নেতাকর্মী ও অসচ্ছলদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। ঈদবস্ত্র হাতে পেয়ে নেতাকর্মী ও অসচ্ছলরা যারপরনাই খুশী।