বাগেরহাটের ফকিরহাটে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজসহ কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিন মোট ৩০০ কৃষক-কৃষানীদের ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষি প্রণোদনা বিতরণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুস সামাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল, বিপুল পাল, মো. বিল্লাল শেখ, বিপ্লব দাস, কৃষক মো. আছাদুজ্জামান প্রমূখ।