বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৯০০ কৃষক কিষাণীদের বিনামূল্যে হাইব্রিড ধান প্রদান করেছে কৃষি বিভাগ। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষূদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে এ প্রণোদনার বীজ ধান বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসূমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের হাইব্রিড ধান চাষে উদ্ভুদ্ধ করার জন্য কৃষক প্রতি ২ কেজি বীজ ধান প্রদান করা হয়েছে। এর মধ্যে এসএল৮এইচ ও সিনজেন্টা-১২০৫ জাতের ধান রয়েছে।
প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। আরো বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মুক্তি। সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ফকির, এমডি সেলিম রেজাসহ সেবাগ্রহীতা প্রায় চার হাজার কৃষক।