চ্যানেল খুলনা ডেস্কঃফকিরহাটে দিন দুপুরে মোটরসাইকেল আরোহী দু’জনকে গুলি করে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকাল ১০টায় খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগ এলাকায় মহিষ প্রজনন উন্নয়ন খামারের পার্শ্বে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার শ্যামবাগাত গ্রামের মৃত আবতার উদ্দিন শেখের পুত্র ট্রাক চালক নিয়ামুল ইসলাম শেখ (৪০) ও তার সহযাত্রী চুলকাঠির মেসার্স রিয়া স্টোরের কর্মচারী বাগেরহাট সদর উপজেলার রনজিত পুর গ্রামের ভগিরত দাশের পুত্র রাধা দাশ (৩৮)। আহত দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক ও নুর নাহার বেগম জানান, চুলকাঠি থেকে কাটাখালী অভিমুখে মোটরসাইকেলে নিয়ামুল ও রাধা দাশ আসার পথে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ৩ জন তাদের গতি রোধ করার চেষ্টা করে। মোটরসাইকেল আরোহীরা দ্রুত চলে যেতে চাইলে দুর্বৃত্তরা পেছন থেকে ৩টি গুলি ছোড়ে। এ সময় নিয়ামুল মোটরসাইকেল চালাচ্ছিল ও রাধা দাশ পেছলে বসে ছিল। তাদের গায়ে গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় তারা মোটরসাইকেল না থামিয়েই কাটাখালী এলাকায় এসবিএস ব্যাংকের সামনে গিয়ে পৌঁছায়। এ সময় হেলমেট ও মুখে মাক্স পরিহিত দুর্বৃত্তরা নিয়ামুলের গতি রোধ করতে না পেরে ঘটনাস্থল থেকে আনুমানিক দুইশ’ গজ সামনে গিয়ে পুনরায় ঘুরে চুলকাঠি অভিমুখে পালিয়ে যায়। নিয়ামুলের পিঠে ও পাজরে এবং রাধা দাশের পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মেসার্স রিয়া স্টোরের মালিক প্রকাশ কুন্ডু বলেন, কাটাখালীতে ব্যাংকে আমার টাকা জমা দিতে যাওয়ার কথা ছিল। আমার দোকানের কর্মচারী রাধা দাশকে নিয়ে দোকান থেকে নিয়ামুল ব্যাংকে একটি কাজে যাচ্ছিল। তারা হয়তো টাকা ছিনতাইয়ের জন্য তাদের উপর হামলা চালায়। বিষয়টি সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে কামনা করেছেন তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ‘বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া স্টোরের দুই কর্মচারী নেয়ামত শেখ ও বিদ্যুৎ দাস মোটরসাইকেলে করে কাটাখালি সাউথবাংলা ব্যাংকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে দু’টি ও অপর জনের একটি গুলি লাগে। তিনি আরও জানান, ‘আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।’