বাগেরহাট জেলার ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে মানববন্ধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) এ মানববন্ধন ও উঠান বৈঠক মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় বেতাগার ষাটতলা দাশপাড়া বাসন্তী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শহীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ। এসময় ধনপোতা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, বেতাগা ইউপি’র ওয়ার্ড সদস্য অসিত দেবনাথ, সংরক্ষিত ওয়ার্ড সদস্য কামরুন্নাহার নিপা,রাফেজা বেগম, দীপিকা রানী দাশ, তথ্য আপা সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি ও দাশপাড়া এলাকার সর্বস্তরের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।