ফকিরহাটে পিজি-ননপিজি ফার্মারদের ২দিন ব্যাপী বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার মৌভোগ গ্রামের মো: শুকুর আলীর বাড়ীর উঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পরিতোষ রায়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফকিরহাট এর আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে মোট চল্লিশ জন ফার্মার অংশ গ্রহণ করে। এ সময় ফকিরহাট উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: জোবায়ের হোসাইন, এলএফএ রেজাউল হাসান, ইউনিয়ন প্রতিনিধি শেখ আব্দুর সাত্তার, সংশ্লিষ্ট ইউপির ওয়ার্ড সদস্য মো: আলী আজগর শেখ উপস্থিত ছিলেন।