জেলার ফকিরহাটে প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের একদিন ব্যাপী প্রশিক্ষণ ও পিজি সদস্যদের মাঝে উপকরণ (খাদ্য) বিতরণ করা হয়েছে। সোমবার ৩ এপ্রিল ২০২৩ ইং দুপুর বারোটায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফকিরহাট, বাগেরহাট এর বাস্তবায়নে প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ওই প্রশিক্ষণের বিষয় ছিলো “পারিবারিক পুষ্টি এবং অভিযোগ নিষ্পত্তি কৌশল”। প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুজ্জামান, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুর রহমান, প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: জোবায়ের হোসাইন, খান জিবাদুল ইসলাম সিইএ সহ পিজি সদস্যরা উপস্থিত ছিলেন।