বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়ন ও মূলঘর ইউনিয়নে বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যদের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৯ জুন ফকিরহাট সদর ইউনিয়নে এবং ১০ জুন মূলঘর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান। এসময় বাল্য বিয়ে প্রতিরোধে চ্যালেঞ্জ এবং ২০১৮ সালের বাল্য বিয়ে নিরোধ বিধিমালা অনুযায়ী ইউনিয়ন নিরোধ কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পৃথক সভা পরিচালনা ও বাল্যবিয়ে প্রতিরোধ-করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
এছাড়াও ৮ জুন কাথুলী গ্রামে কিশোরীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে জীবনদক্ষতা মুলক প্রশিক্ষন অনষ্ঠিত হয়। প্রশিক্ষণে কিভাবে কার্যকরী উপায়ে “না বলতে শিখি তা নিয়ে আলোচনা করা করা হয়। প্রতিমাসে ১৩-১৭ বছর বয়সী ২৫ জন কিশোরীদের নিয়ে ফকিরহাট উপজেলার ১০টি গ্রামে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয় বলে কর্মসূচীর এসোসিয়ট কর্মকর্তা কুহেলী মন্ডল জানান।