
মহাসড়কে থ্রি-হুইলার জাতিয় যানবাহ চলাচল করতে না পারে তার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয়দের সহযোগীতা পেয়েছি আমরা। এদিকে টাউন নওয়াপাড়া এলাকার থ্রি-হুইলার চালক সোহেল জানান, আমি মাহেন্দ্রা (থ্রি-হুইলার)চালাই, গত ৪দিন আগে আমার গাড়িটি মামলা দিয়ে আটকে রাখে। ২৫শ টাকা দিয়ে মামালা ভাঙ্গিয়ে গাড়িটি ছাড়িয়ে এনেছি। সড়কে উঠা নিষেধ হওয়ায় আমার উপার্জন বন্ধ হয়েছে। ঘরে থাকা শিশু সন্তানের স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। ভুক্তভোগীরা জানান মহাসড়কে পাশে সাধারন বাহন চলাচলের জন্য বাইপাস সড়কের একান্ত প্রয়োজন। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।