বাগেরহাটের ফকিরহাট উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতবিার (১ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্মাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলামপ্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মীউপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ফকিরহাট উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলে সম্মলিতিভাবে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।