বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আহতদের সুস্থ্যতা কামনা করা হয়। নিহত ও আহত সকল পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করাসহ তাদের পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য আহব্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মান্না দে, শেখ মনি, আহসান টিটু, মো. জাকির হোসেন, ফকির দাউদ হায়দার বাবু, মো. খাবির হোসেন, শেখ আসাদুজ্জামান, সাগর মল্লিক, সুমন কর্মকার, হাফিজ সরদার, এসএ কালাম, সৈয়দ অনুজ, আজমল হোসেন প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাফিজ সরদার।