বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় মসজিদের জমি দখলকেন্দ্রীক উদ্দেশ্যমুলক মামলার প্রতিবাদে মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার তৌহিদুল ইসলাম পাপলু’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মা নামাজের পর এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ফলতিতা জামে মসজিদের মুসুল্লিবৃন্দ ও এলাকাবাসী।
উপস্থিত মুসুল্লিদের কাছ থেকে জানা যায়, দীর্ঘ ১৮ বছর পর আইনী প্রক্রিয়ার ওই মসজিদের জমি পূন: উদ্ধারের পর সেখানে দোতলা মসজিদ নির্মাণ করা হয় যেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর নামাজ পড়া শুরু করে এলাকাবাসী। কিন্তু পূর্ব দখলকার মুলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার তৌহিদুল ইসলাম পাপলু পূন: দখলের হীন মানসে বাগেরহাট জেলা বিচারিক আদালতে মামলা করেছেন।
মানববন্ধনে অনতিবিলম্বে মামলা প্রত্যাহার ও মামলার বাদীর বিচার দাবী করে বক্তব্য রাখেন মসজিদের খতিব মুফতী মাওলানা দেলোয়ার ইউসুফ, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ,অধ্যাপক মোবাশ্বের হোসেন, কাজী মঈনুদ্দিন মেরু,সুমন মীর প্রমুখ। মসজিদ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ অলিউল আলম,সৈয়দ তৌফিকুল ইসলাম ও মসজিদ কমিটির সভাপতি শেখ আবদুল আউয়াল।