সরকার পরিবর্তনের পর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে সার্বিক বিষয় নিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন ২৮ পদাতিক বরিশাল সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির চত্ত্বরে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক সুমন ধর, হিন্দু, বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহন পাল, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।
মতবিনিময়ে বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাত বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-বাজার দখল করলে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।