বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিসেফ ‘এডুকেশন হাইজিন কিট’ প্রদান করেছে। সোমবার (২০ মার্চ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যলয়ে এসব পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিরাপদ স্বাস্থ্য শিক্ষা নিশ্চিতকরণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ইউনিসেফ এডুকেশন হাইজিন কিট প্রদান করেছে। উপজেলার প্রতিটি এমপিও প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে দুটি করে মোট ৬২টি বক্স স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি বক্সে ইনফ্রেড থার্মমিটার, হ্যান্ডওয়াশ, লিকুইট সাবান, স্যানেটারী প্যাড, হ্যান্ডরাফ স্যালুশন, ডিজিটাল হ্যান্ড হোল্ড, টয়লেট ক্লিনার, বিøচিং, মাস্কসহ ১৮ ধরনের স্বাস্থ্য পণ্য রয়েছে। অতিমারী করোনাভাইরাস প্রতিরোধসহ বিভিন্ন ধরণের রোগ প্রতিরোধে প্রাপ্ত পণ্যসামগ্রী ব্যবহার করবে শিক্ষার্থীরা।
বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মফিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুরারভাইজার মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।