মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে ফলাফলের মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন।
ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাও. মোফাজ্জেল হায়দারের সভাপতিত্বে ও শিক্ষক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল রহমান, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, কাজি আজহার আলি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল আহসান পান্না, শেখ নাসির উদ্দীন, শেখ রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, শেখ তৈয়াবুর রহমান, সাংবাদিক এ্যাড. কাজী ইয়াসীন প্রমূখ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবক উপস্থিতি ছিলেন। প্রসঙ্গত ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে থাকে।