বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকা থেকে পিকআপ ভ্যান বােঝাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমান তামার তার ও লােহার রড উদ্ধার করেছে র্যাব-6 এর একটি দল। এসময় চালক সহ দুজনকে আটক করা হয়। পিকআপ ভ্যানটিও করা হয়েছে জব্দ।
শনিবার দিবাগত গভীর রাতে র্যাব-৬ এর একটি দল গােপন সংবাদ পেয়ে লখপুর মহাসড়কের পাশ থেকে পিকআপভ্যান বােঝাই তামার তার ও লােহার রড উদ্ধার করে। এসময় চালক সহ দুজনক আটক করা হয়।
আটককৃতরা হলেন পাবনার চরঘােষপুর এলাকার কালাম প্রামানিকের ছেলে বিপ্লব হােসেন (১৯) ও খুলনার দিলখােলা এলাকার দুলাল শেখের ছেলে পিকআপ ভ্যান চালক মেহেদী হাসান (২৩)। রাতেই উদ্ধার হওয়া পিকআপ ভ্যান সহ আটককৃত দুজনকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ মাে. মনিরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামীসহ পিকআপভ্যান বােঝাই মালামাল থানায় হস্তান্তর করেছে র্যাব। রবিবার (৩০ এপ্রিল) সকালে আটককৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে।