এ্যাড: কাজী ইয়াছিন সভাপতি, খান মোঃ আল আউয়াল মনি সাধারণ সম্পাদক, শেখ সৈয়দ আলী অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত। ১৬/১২/২০২০ ইং তারিখ বিকেল পাঁচটায় ফকিরহাট প্রেসক্লাব স্থাপিত- ১৯৯৬ ইং এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি এ্যাড: কাজী ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সকলেই বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- সভাপতি এ্যাড.কাজী ইয়াছিন(দৈনিক আমার একুশ দৈনিক বাংলাদেশ সমাচার), সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান(এমটিভি/নাগরিক ভাবনা/ঢ়নহ২৪), শেখ ওবায়েদ হাসান রনি(দৈনিক প্রবর্তন/সোনালী স্বপ্ন),আমিরুল ইসলাম( জয় টিভি), সাধারন সম্পাদক খান মোঃআল-আউয়াল মনি (আইওন টিভি/ দৈনিক তথ্য/ দৈনিক সংযোগ বাংলাদেশ/ নয়াদিগন্ত/ আলোকিত পত্রিকা/ ভহং২৪.পড়স, সহ-সাধারন সম্পাদক রামিম চৌধুরী(স্টাফ রির্পোটার দৈনিক সময়ের খবর, অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী(দৈনিক সময়ের খবর/দৈনিক বাংলাদেশ সমাচার/দক্ষিনঅঞ্চল, সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস(দৈনিক দেশ সংযোগ, দপ্তর সম্পাদক তাহেরুল ইসলাম(বাংলাদেশ সমাচার, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম(বাবু)(জয়টিভি, ক্রীড়া সম্পাদক খান গোলাম মুরশিদ(দৈনিক ফলাফল, প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন(দৈনিক নাঙ্গলকোট, সহ- প্রচার সম্পাদক রাজু আহমেদ(ফকিরহাট নিউজ২৪)। নির্বাহী সদস্য, প্রভাকর বিশ্বাস(প্রেসক্লাব নিউজ),বখতিয়ার মোড়ল(দৈনিক মানবজমিন), রাসেল আকন(দৈনিক আজকের তথ্য)। সাধারণ সদস্য-সজল আহমেদ(শিক্ষাবার্তা/রাজ পথের দাবী (ফকিরহাট নিউজ২৪), বিজন কুমার দেওয়ান(শ্যামলিমানিউজ২৪.কম),মিজানুর রহমান লিটন(জবস টিভি/দৈনিক আমার সংবাদ) আরিফুল ইসলাম(তাজা খবর), শুকুর আলী(দৈনিক কন্ঠস্বর), রনি চৌধুরী(২৪ঘন্টা আপডেট নিউজ), মেহেদী হাসান কাজল(দৈনিক আমার একুশ), আম্মার হোসাইন(দৈনিক কালান্তর)। উক্ত নির্বাহী কমিটি আগামী ০১/০১/২০২১ ইং তারিখ দায়িত্ব ভার গ্রহণ করবেন।